Our Times News
স্বাগতিক ইংল্যান্ডের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হেরে অবশেষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া ।
সাউদাম্পটনে স্বাগতিক ইংল্যান্ড টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই টম ব্যান্টনের উইকেট হারায়। এরপর জনি বেয়ারস্টো ও ডেভিড মালানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ইংল্যান্ডের। কিন্তু ২১ রান করে এডাম জাম্পার শিকারে পরিণত হন মালান। থিতু হতে পারেনি বিলিংস ও ক্রিস জর্ডানও। শেষ পর্যন্ত জনি বেয়ারস্টোর ৫৫ রানের উপর ভর করে ১৪৫ রানে গিয়ে থামে স্বাগতিকদের ইনিংস।
১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ ৩ উইকেট শিকার করে অস্ট্রেলিয়ানদের চেপে ধরলেও শেষ পর্যন্ত অ্যারন ফিঞ্চ ও মিশেল মার্শের সাবলীল ব্যাটিংয়ে ৫ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।