Our Times News
ক্রিকেটকে যারা মনে প্রানে ভালোবেসেছে ক্রিকেট তাদের নিয়ে গেছেন এক অন্যন্য উচ্চতায়।
ক্রিকেটের রাজত্ব বলতেই আমরা বুঝি শচীন,গাঙ্গুলী,ব্রেট লি,ইঞ্জামাম এদের নাম। ক্রিকেট তাদের দিয়েছে বিশ্বের বুকে সুখ্যাতি।
এরই ধারাবাহিকতায় আজকের ক্রিকেট। পাকিস্তানের বিরোদ্ধে ৩য় টেস্টে ৬০০ উইকেটের মাইলফলক ছুয়েছেন ইংলিশ ক্রিকেটার জেমি এন্ডারসন।
তার এই সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।