
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি: দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, রোববার (৩০ নভেম্বর) থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন, বাড়তি দামে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
বাজুসের ২৯ নভেম্বর রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ৪০৩ টাকা। নতুন দাম অনুযায়ী:
২২ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা
২১ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ১ হাজার ৬ টাকা
১৮ ক্যারেট স্বর্ণ: ১ লাখ ৭২ হাজার ২৮৯ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা
স্বর্ণ বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে এই মজুরিতে পরিবর্তন হতে পারে।
এর আগে গত ২০ নভেম্বর বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেই সময় ২২ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। চলতি বছর স্বর্ণের দাম মোট ৮১ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৫৫ বার দাম বেড়েছে এবং ২৬ বার কমেছে।
অন্যদিকে, রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে:
২২ ক্যারেট রুপা: ৪ হাজার ২৪৬ টাকা
২১ ক্যারেট রুপা: ৪ হাজার ৪৭ টাকা
১৮ ক্যারেট রুপা: ৩ হাজার ৪৭৬ টাকা
সনাতন রুপা: ২ হাজার ৬০১ টাকা
চলতি বছর রুপার দাম ৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬ বার বেড়েছে এবং ৩ বার কমেছে।



























