
আওয়ার টাইমস নিউজ।
ইসলামী ডেস্ক: গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামায়াতের বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার তৃতীয় দিনে আরও দুই মুসল্লি মৃত্যুবরণ করেছেন।
মৃতদের মধ্যে ছিলেন আবুল আসাদ বাদল (৬২) সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার বাসিন্দা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে থাকেন এবং তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরেকজন মৃত মুসল্লি মইনইউদ্দিন (১০০), সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকার বাসিন্দা। তিনি রোববার ভোর পৌনে ৫টার দিকে ইজতেমা মাঠে স্বাভাবিক মৃত্যুবরণ করেন।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত মুসল্লিদের মরদেহ ইজতেমা ময়দানে জানাজা শেষে তাদের গ্রামে পাঠানো হবে।
এ ঘটনায় জানানো হয়েছে, টঙ্গীতে চলমান পাঁচ দিনের জোড় ইজতেমায় এ পর্যন্ত মোট পাঁচজন মুসল্লি মৃত্যুবরণ করেছেন।



























