
স্পেশাল নিউজ করেসপন্ডেন্টঃ হুসাইন আল আজাদ।আওয়ার টাইমস নিউজ।
আগামীকাল ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন, দেশের শীর্ষ উলামা, মাশায়েখ ও দ্বীনী অঙ্গনের প্রতিনিধিদের একত্রিত করার এই গুরুত্বপূর্ণ আয়োজনকে সফল করতে সর্বস্তরের মুসলমানের প্রতি আহ্বান জানিয়েছেন দাওয়াতুল ইহসান বাংলাদেশের মহাসচিব মুফতী বশিরুল্লাহ।
আগামীকাল শনিবার ৮ নভেম্বর সকাল ৯টায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দাওয়াতুল ইহসান বাংলাদেশের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আব্দুল আউয়াল।।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পাকিস্তানের প্রখ্যাত আলেম আল্লামা ইলিয়াছ গুম্মান ও আল্লামা মুয়াবিয়া আজম তারিক। দেশের বরেণ্য উলামা-মাশায়েখ সম্মেলনে জাতির ঈমান-আকিদা, ইসলামী শিক্ষার শক্তিশালী বিকাশ, সামাজিক অবক্ষয় ও উম্মাহর বর্তমান চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবেন।
মুফতী বশিরুল্লাহ বলেন, “জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন দেশব্যাপী ইসলামী ঐক্য ও দাওয়াতি অগ্রযাত্রায় মাইলফলক হয়ে থাকবে। সকল মুসলমানকে সময়মতো উপস্থিত থেকে এ সম্মেলন সফল করার আহ্বান জানাচ্ছি।”




























