আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মাদক পাচার দমনে দক্ষিণ আমেরিকার দিকে যুক্তরাষ্ট্রের নজরদারি আরও জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় খুব শিগগিরই ভেনেজুয়েলায় স্থল অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সেনাদের উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় তিনি জানান, সমুদ্রপথে পাচারকারীদের পথ রুদ্ধ হওয়ায় এখন স্থলপথে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
ট্রাম্প বলেন, গত কয়েক সপ্তাহে ক্যারিবীয় সাগর অঞ্চল দিয়ে মাদকবাহী নৌযান আসা প্রায় বন্ধ হয়ে গেছে। মার্কিন নৌবাহিনী সক্রিয় হওয়ায় পাচারকারীরা বিকল্প রুটে সরে যেতে বাধ্য হচ্ছে। সেই কারণেই স্থলপথে অভিযান চালানোর পরিকল্পনা চূড়ান্তের পথে।
অন্যদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেন, তার সরকারকে দুর্বল করতে যুক্তরাষ্ট্র নানা সামরিক তৎপরতা চালাচ্ছে এবং এই সম্ভাব্য অভিযান তারই অংশ।
এদিকে, ল্যাটিন আমেরিকা অঞ্চলে গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক উপস্থিতি গড়ে তুলেছে। এর মধ্যে রয়েছে একটি বিমানবাহী রণতরী, আড়ালে পরিচালিত যুদ্ধবিমান এবং কয়েক হাজার মার্কিন সেনা। পেন্টাগনের চলমান ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযানের ছায়ায় এই পুরো মোতায়েন সম্পন্ন হচ্ছে।
ট্রাম্প বলেন, “আমরা পাচারকারীদের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, যুক্তরাষ্ট্রের ভেতরে বিষ ঢোকার পথ আর খোলা থাকবে না। প্রয়োজন হলে স্থলেই আমরা তাদের থামাব।”
মার্কিন প্রতিরক্ষা সূত্র জানায়, সাম্প্রতিক অভিযানে সমুদ্রপথে লক্ষ্য করে চালানো হামলায় ৮০ জনেরও বেশি পাচারকারী নিহত হয়েছে। স্থলপথে অভিযান শুরু হলে দক্ষিণ আমেরিকা অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা বিশ্লেষকদের।