আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বিএনপি ক্ষমতায় গেলে রাজধানীর উত্তরা এলাকায় একটি সরকারি হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, উত্তরাবাসীর দীর্ঘদিনের দাবি হলো একটি সরকারি হাসপাতাল, যেখানে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ স্বল্প খরচে চিকিৎসাসেবা পাবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভীর রাতে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান জানান, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সরকার গঠনের পরপরই হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে উত্তরাবাসীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যা ভবিষ্যৎ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
উত্তরার গ্যাস সংকটের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, নিয়মিত বিল পরিশোধ করলেও মানুষ ঠিকমতো গ্যাস পাচ্ছে না। এটি শুধু উত্তরার নয়, বরং সারা দেশের সমস্যা। বিগত সময়ে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে নতুন গ্যাস অনুসন্ধান ও শিল্প কারখানা স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান।
এছাড়া উত্তরার পানি সংকট, জলাবদ্ধতা ও যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
জনসভা শেষে রাত আনুমানিক ১টা ২০ মিনিটে তিনি উত্তরা থেকে গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা হন।