
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আকাশপ্রেমীদের জন্য চলতি অক্টোবর মাসে অপেক্ষা করছে এক বিরল মহাজাগতিক দৃশ্য। একই রাতে খালি চোখে দেখা যাবে দুটি উজ্জ্বল ধূমকেতু, সঙ্গে উল্কাবৃষ্টির এক অনন্য প্রদর্শনী।
জ্যোতির্বিদরা জানিয়েছেন, নতুন ধূমকেতু ‘কমেট সি/২০২৫ আর২’ (সোয়ান আর২) সম্প্রতি সূর্যের কাছাকাছি এসেছে। এটি প্রায় ২২ হাজার বছর পর সূর্যের নিকটতম বিন্দুতে পৌঁছাবে এবং ২১ অক্টোবর পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। ভালো আবহাওয়া থাকলে খালি চোখে এটি স্পষ্ট দেখা যাবে।
একই সময়ে আরেকটি ধূমকেতু ‘কমেট সি/২০২৫ এ৬’ (লেমন)-ও পৃথিবীর দিকে অগ্রসর। দু’টি ধূমকেতু একসাথে আকাশে বিরল দৃশ্যের সৃষ্টি করবে, যা আকাশপ্রেমীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হবে।
এর পাশাপাশি ২০ ও ২১ অক্টোবর রাতে ওরিয়নিড উল্কাবৃষ্টি দেখা যাবে। প্রতি ঘণ্টায় প্রায় ২০টি উল্কা আকাশে পতিত হবে। বিশেষ সুবিধা হলো, ২১ অক্টোবর অমাবস্যা থাকায় আকাশ সম্পূর্ণ অন্ধকার থাকবে, ফলে উল্কাগুলো আরও উজ্জ্বলভাবে দৃশ্যমান হবে।
বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, ধূমকেতুগুলো অনিশ্চিত স্বভাবের। সূর্যের তাপে ধূমকেতু ভেঙে যেতে পারে বা আকার পরিবর্তন হতে পারে। তবুও, ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সময়কালকে মহাজাগতিক দৃশ্য উপভোগের সেরা সময় হিসেবে পরামর্শ দেওয়া হয়েছে।
২০২০ সালে নিওওয়াইজ ধূমকেতু খালি চোখে দেখা গিয়েছিল, আর এবারও আকাশপ্রেমীদের জন্য এমন একটি বিরল দৃশ্যের প্রত্যাশা করা হচ্ছে।
সূত্র: স্পেস ডটকম



























