
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মিশরে এক রোগীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে আস্ত একটি মোবাইল ফোন উদ্ধার করেছেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে দেশটির হুরঘাদা জেনারেল হাসপাতালে, যা চিকিৎসকদের কাছে ছিল অত্যন্ত জটিল ও বিরল এক মেডিকেল কেস।
রেড সি হেলথ ডিরেক্টরেটের তথ্য অনুযায়ী, অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি তীব্র পেট ব্যথা, লাগাতার বমি ও ক্লান্তি নিয়ে হাসপাতালে ভর্তি হন। স্ক্যান পরীক্ষায় দেখা যায়, তার পাকস্থলিতে একটি কঠিন বস্তু আটকে আছে, যা খাদ্য হজমে বাধা দিচ্ছে। পরে চিকিৎসকরা সেটি মোবাইল ফোন বলে শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, রোগী ভুলবশত ফোনটি গিলে ফেলেছিলেন।
হাসপাতালের পরিচালক ডা. করিম এল শাবরাভি জানান, বিশেষজ্ঞ সার্জনদের একটি দল জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর পেট থেকে ফোনটি বের করে আনেন। সফল অপারেশনের পর রোগী জ্ঞান ফিরে পান এবং বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন। সৌভাগ্যক্রমে অপারেশন চলাকালীন কোনো জটিলতা হয়নি।
বিশ্বে এ ধরনের ঘটনা খুবই বিরল হলেও, চিকিৎসা সাহিত্যে রোগীদের পেট থেকে ছুরি, পেরেক, স্ক্রুসহ নানা অদ্ভুত বস্তু উদ্ধার করার নজির রয়েছে। এর আগে ২০২১ সালে মিশরেই প্রথমবার একজনের খাদ্যনালিতে আটকে যাওয়া মোবাইল ফোন অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়।
সূত্র: Gulf News




























