
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে ফ্রান্সের প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, ক্রীড়া ও সামাজিক উদ্যোগ, পাশাপাশি বৈশ্বিক মানবিক সংকট বিশেষত রোহিঙ্গা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অধ্যাপক ইউনূস জানান, আগামী ফেব্রুয়ারির প্রথম দিকেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি কেবল একটি সাধারণ ভোট নয়, বরং দেশের গণতন্ত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভিত্তি গড়ে দেবে।
তিনি আরও বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে ক্রীড়াকে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। ভবিষ্যতের অলিম্পিকগুলো বিশেষ করে লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে কার্বন নিরপেক্ষ রাখার দিকেও জোর দিতে হবে।
অ্যানে হিদালগো বৈঠকে ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, আপনার কাজ মানবতার জন্য এক অসাধারণ উদাহরণ। তিনি রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়ন ও তহবিল বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তার প্রত্যাশা, একদিন রোহিঙ্গারা নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে পারবেন।
অধ্যাপক ইউনূস জানান, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যেখানে বৈশ্বিক মনোযোগ টেনে আনার পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধান খোঁজা হবে। বৈঠকে এসডিজি সংক্রান্ত মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।
সূত্র:বাসস




























