
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশে নতুন রাজনৈতিক গঠনের জন্য সামনে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী পাঁচ থেকে ছয় দিনেই স্পষ্ট হয়ে যাবে, বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আগামী পাঁচ-ছয় দিনের ভেতরেই বোঝা যাবে রাজনৈতিক সমঝোতার ভবিষ্যৎ কী হতে যাচ্ছে। তবে একটা বিষয় নিশ্চিত—নির্বাচনে কোনো বিলম্ব হবে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা খুবই কঠোর ও স্পষ্ট অবস্থানে আছেন।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, যদি জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকে, তাহলে আসন্ন নির্বাচন হবে উৎসবমুখর, সুষ্ঠু এবং নিরপেক্ষ।
চলমান সরকার প্রসঙ্গে তিনি বলেন, এই সরকার দায়িত্ব পেয়েছে একটি জটিল ও ক্ষতিগ্রস্ত পরিস্থিতিতে। তবুও অন্তর্বর্তী সময়ের মধ্যেই সরকারের কার্যক্রম বেশ সফল বলা চলে।
চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে প্রেস সচিব জানান, এ বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বহাল আছে। নির্ভরযোগ্য প্রমাণ পেলে যে কেউ হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় রাজনৈতিক দলগুলোর ফান্ড রেইজিং প্রসঙ্গে প্রশ্ন উঠলে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও আমাদের রাজনৈতিক দলগুলো এখনো অর্থ সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত করতে পারেনি। এটা অত্যন্ত দুঃখজনক এবং ভবিষ্যতের জন্য চিন্তার বিষয়।




























