
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীসহ আশপাশের বেশ কিছু এলাকায় আজ শুক্রবার সকাল থেকে দীর্ঘ ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন স্থানান্তর ও মেরামত কাজের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুলিয়া, বাইপাইল, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়ক, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লিবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুরসহ পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, আশপাশের কিছু এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে বলে জানানো হয়েছে।
গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়বেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকেরা। তবে পাইপলাইন সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে সাময়িক এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গ্রাহকদের অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।





























