
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিকও রয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত সাংবাদিকরা হলেন—আল জাজিরার আলোকচিত্রী মোহাম্মদ সালামা, রয়টার্সের ফটোসাংবাদিক হুসাম আল মাসরি, দ্য ইন্ডিপেন্ডেন্ট আরাবিক ও এপি-র হয়ে কাজ করা মরিয়ম আবু ধাক্কা, গাজার সরকারি মিডিয়া অফিসের মোয়াজ আবু তাহা এবং কুদস ফিড নেটওয়ার্কের সাংবাদিক আহমেদ আবু আজিজ। আহত অবস্থায় আহমেদ পরে মারা যান।
গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, নাসের হাসপাতালে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে ইসরাইল।
বিবৃতিতে আরও বলা হয়, এই হামলার জন্য শুধু ইসরাইল নয়, তাদের মিত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সও সমানভাবে দায়ী।
রয়টার্স জানিয়েছে, হামলার সময় সরাসরি সম্প্রচার চলছিল। ওই সময় তাদের ক্যামেরাম্যান হুসাম আল মাসরির পরিচালিত লাইভ ভিডিও হঠাৎ বন্ধ হয়ে যায়, যা প্রাথমিক হামলার সময়কেই নির্দেশ করে।
আল জাজিরার হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা অন্তত ২৭৩ জনে দাঁড়িয়েছে।
সাংবাদিকদের ওপর এই হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো একে সংবাদপত্রের স্বাধীনতার চরম লঙ্ঘন ও যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে।




























