
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আফ্রিকান ফুটবলের ইতিহাসে আজ নতুন অধ্যায়। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে মরক্কো চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে জিতেছে তাদের প্রথম বিশ্ব শিরোপা। চিলির সান্তিয়াগো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ফাইনালে মরক্কোর তরুণ তারকা ইয়াসির জাবিরি জোড়া গোল করে দলকে এনে দেন স্বপ্নের জয়।
প্রথমার্ধের ১২তম মিনিটেই ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে নেন জাবিরি। গোলরক্ষক বারবির ফাউলে পাওয়া সেই সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত বাঁ-পায়ের শটে বল পাঠান জালে। এরপর ২৯তম মিনিটে আবারও জ্বলে ওঠেন তিনি, সহখেলোয়াড় ওথমান মাম্মার দারুণ পাস থেকে দ্বিতীয় গোলটি করে মরক্কোকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।
আর্জেন্টিনা যদিও দ্বিতীয়ার্ধে আক্রমণ জোরদার করে, কিন্তু মরক্কোর রক্ষণভাগ ছিল অনড় দেয়াল। গোলরক্ষক গোমিসের দুর্দান্ত পারফরম্যান্সে একের পর এক আক্রমণ ব্যর্থ হয় আলবিসেলেস্তেদের। ম্যাচের শেষ বাঁশি বাজতেই আনন্দে ভেসে যায় মরক্কো শিবির, ইতিহাস গড়ার উচ্ছ্বাসে ভরে ওঠে সান্তিয়াগোর মাঠ।
এই জয় শুধু একটি ট্রফি জয়ের নয়, এটি আফ্রিকার ফুটবলের এক নতুন ভোরের সূচনা। কোচ মোহাম্মদ ওয়াহবির নেতৃত্বে মরক্কোর তরুণ দল দেখিয়ে দিল, পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস থাকলে অসম্ভব কিছুই নয়।
বিশেষজ্ঞরা বলছেন, এই জয় আফ্রিকার যুব ফুটবলের মানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভবিষ্যতে বিশ্ব ফুটবলে মরক্কোকে দেখা যাবে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে।





























