
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের তীব্র প্রতিরোধের মধ্যেও ইউরোপ থেকে গাজার দিকে মানবিক সহায়তা নিয়ে সমুদ্রপথে একটি বহর রওনা দিয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে এই অভিযানে খাদ্য ও চিকিৎসাসামগ্রী বহন করা হয়েছে। যাত্রা শুরুর পরই নৌকাগুলো ড্রোন হামলা, অজানা বিস্ফোরণ ও অন্যান্য ঝুঁকিতে পড়েছে। গ্রিসের কাছাকাছি রাতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আগুন দেখা গেছে, তবুও সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে বহর তাদের লক্ষ্য স্থল অভিমুখে এগিয়ে গেছে।
একাধিক দেশের মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদ এই উদ্যোগে অংশগ্রহণ করেছেন। পোল্যান্ডের সংসদ সদস্য ফ্রানেক স্টারচেভস্কি জানিয়েছেন, ১০টি জাহাজের ওপর মোট ১৩ বার হামলা চালানো হয়েছে, যার মধ্যে তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও বহর থেমে যায়নি। ইতালি পরিস্থিতি গুরুত্ব সহকারে বিবেচনা করে ফ্রিগেট যুদ্ধজাহাজ পাঠিয়েছে, যাতে তাদের নাগরিক এবং বহরের নিরাপত্তা নিশ্চিত করা যায়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো জানিয়েছেন, নেপথ্যে হামলার উৎস এখনো অজানা, তবে ইতালীয় নৌবাহিনী নজরদারি জোরদার করবে।
বিস্ফোরণ ও আগুনের মধ্যেও মানবাধিকার কর্মীরা সাহসী হয়ে পরিস্থিতি সামলাচ্ছেন। তাদের দৃঢ় প্রতিজ্ঞা, ‘আমরা থামব না, সমুদ্রপথে মানবিক সহায়তার এই যাত্রাকে প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান




























