
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা সরকারের কোনো পদে থাকা অবস্থায় কেউ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী সরকারের পদে থাকা অবস্থায় নির্বাচনী প্রচার করা যাবে না। প্রচার করা না গেলে প্রার্থীও হওয়া সম্ভব নয়। তাই এই পদে থাকা অবস্থায় কেউ প্রার্থী হতে পারবেন না।”
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, সমস্ত প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন। তফশিল ঘোষণা সময়ের ব্যাপার মাত্র। আসন বিন্যাস, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিয়োগ, বিভিন্ন পরিপত্র ও নির্দেশিকা, সব কিছু প্রস্তুত রয়েছে। এছাড়া মোবাইল কোর্ট, বিচারিক ম্যাজিস্ট্রেট, মনিটরিং সেল ও আইনশৃঙ্খলা সেলের ফরমেটও প্রস্তুত।
অন্যদিকে নির্বাচন কমিশনার আব্দুর রাহমানেল মাছউদ বলেন, তফশিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ইসির দায়িত্ব নয়। তবে তফশিল ঘোষণার পর সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। তফশিল ঘোষণার পর চূড়ান্ত পোস্টাল ব্যালটে কোনো নিষিদ্ধ বা স্থগিত দলের প্রতীক থাকবে না।
তফশিল ঘোষণা সম্পর্কে তিনি আরও জানান, নির্বাচন কমিশন আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে বুধবার সন্ধ্যা বা বৃহস্পতিবার তফশিল ঘোষণা করবে। এই ঘোষণায় রাজনৈতিক দল এবং সকল প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।



























