
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলের একটি গ্রামে সম্প্রতি একটি অনন্য ও শতাব্দীপ্রাচীন টোলাকি প্রথা অনুসারে ঘটেছে অদ্ভুত ঘটনা। এক স্বামী তার স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিয়ে মর্যাদা রক্ষার প্রতীকী প্রচেষ্টার অংশ হিসেবে একটি গরু ও কিছু নগদ অর্থ গ্রহণ করেন।
ঘটনাটি পুডোম্বি গ্রামের বাসিন্দা এসআরএইচ ও তার স্ত্রী এনএস-এর মধ্যে ঘটে। পাঁচ বছর আগে বিয়ে হওয়া এই দম্পতির সম্পর্ক সম্প্রতি সমস্যায় পড়ে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসআরএইচ তার স্ত্রীকে অন্য এক পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা দেন।
এ ঘটনায় স্থানীয় পুলিশি তদন্তের পর, পরকীয়ার ঘটনা স্বীকার করা হয়। এরপর এসআরএইচ গ্রামের প্রবীণদের সহায়তা নিয়ে ‘মোয়েয়া সারাপু’ নামের প্রাচীন টোলাকি রীতি অনুসারে সমাধান করেন। এই আচারটি দাম্পত্য কলহ ও সম্পর্কভঙ্গের ক্ষেত্রে পারস্পরিক ক্ষমা এবং শান্তি প্রতিষ্ঠার প্রতীক।
অনুষ্ঠানে স্বামী তার স্ত্রীকে প্রেমিকের হাতে সমর্পণ করেন, যাতে নিজের সম্মান রক্ষা হয় এবং গ্রামে শান্তি বজায় থাকে। অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ, আত্মীয় ও গ্রামবাসীর সামনে দম্পতি একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিজেদের ভুল স্বীকার করেন।
স্থানীয় সংস্কৃতিতে বিশ্বাস করা হয়, সমাজে ভারসাম্য পুনঃস্থাপন না হলে অমঙ্গল নেমে আসতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, স্বামী স্ত্রীর প্রেমিককে তার দায়িত্ব ভালোভাবে পালন করার পরামর্শ দেন এবং বলেন, “তাকে কখনও কষ্ট দেবেন না। সে আমার সঙ্গে কখনও সুখে থাকতে পারেনি।”
শতাব্দীপ্রাচীন এই টোলাকি আচার, যেখানে মর্যাদা ও শান্তি স্থাপনের জন্য প্রতীকী উপায় অবলম্বন করা হয়, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং সংস্কৃতি গবেষকদের জন্যও আকর্ষণীয় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।






























