
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রংপুরে অনুষ্ঠিত এক শ্রমিক সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাহী সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “পূজার সময় যারা মন্দিরে হামলা করত, তারা এখন দেশে নেই।” তিনি দাবি করেন, এবারের দুর্গাপূজায় দেশের কোথাও হামলার ঘটনা ঘটেনি, যা প্রমাণ করে পরিস্থিতি আগের তুলনায় স্থিতিশীল।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রংপুরের বদরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, “যারা মুখে মুখে অমুসলিম ভাইদের নিরাপত্তার কথা বলেন, তাদের শাসনামলেই সবচেয়ে বেশি হামলা হয়েছে। এবারের দুর্গাপূজায় কোন সহিংসতা হয়নি, এটা প্রমাণ করে মানুষ এখন আগের তুলনায় নিরাপদ।”
আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমরা ইসলাম বিদ্বেষী নই, ইসলাম আমাদের শিখিয়েছে, যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। আমরা চাই এমন একটি সমাজব্যবস্থা, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শ্রমিক ও মালিক সবাই সমানভাবে নিরাপত্তা পাবে।”
তিনি আরও বলেন, “আমরা শুধু রাজনীতি করার জন্য রাজনীতি করি না। আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা গঠন করতে চাই যেখানে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলেন, “আগামী নির্বাচনেই নির্ধারিত হবে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম থাকবে কিনা। মানুষ যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশ বজায় রাখা জরুরি। কেউ ভোট কেন্দ্র দখল করতে চাইলে প্রতিহত করা হবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহা. শাহিনুর ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. এ. মতিন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল হাশেম বাদল, মো. বেলাল আবেদীন, শাহ মুহাম্মদ রুস্তম আলী ও নূর আলম সিদ্দিকীসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবির নেতৃবৃন্দ।





























