
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শনিবার প্রায় ২০০ ইসরায়েলি বসতির বাসিন্দা প্রবেশ করেছে। মসজিদ প্রাঙ্গণ পুরোপুরি পুলিশি নিরাপত্তার আওতায় ছিল। জেরুজালেম প্রাদেশিক প্রশাসনের বরাতে জানা যায়, সকাল ও বিকেলে দুই দফায় মোট ১৮২ জন বসতি বাসিন্দা মসজিদ প্রাঙ্গণে ঢুকে কুব্বাতুস সাখরার কাছে নির্দিষ্ট আচার সম্পন্ন করেছেন। একই দিনে প্রায় ৭৭৮ জন বিদেশি পর্যটকও মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, এসব ঘটনা ইসরায়েলের দীর্ঘমেয়াদি প্রচেষ্টার অংশ, যেখানে পবিত্র মসজিদকে সময় ও স্থানভিত্তিকভাবে ভাগ করার পরিকল্পনা রয়েছে। ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের দাবি, আল-আকসা মসজিদের ১৪৪ দুনুম সম্পূর্ণ এলাকা মুসলমানদের ইবাদতের জন্য নির্ধারিত এবং এর ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখা অত্যন্ত জরুরি।
আল-আকসা মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর থেকে ইসরায়েল বারবার মরক্কো গেট ও অন্যান্য প্রবেশপথ ব্যবহার করে মসজিদে প্রবেশের চেষ্টা করছে। ফিলিস্তিনি সম্প্রদায় আল-আকসাকে তাদের প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচনা করে এবং এ ধরনের অনুপ্রবেশকে নিন্দনীয় বলে মনে করছে।



























