
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন যে মুসলিম বিশ্বের বহু রাষ্ট্র কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম হিসেবে ঘোষণা করেছে। পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং আরও কয়েকটি দেশ এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। তিনি বলেন, মুসলমানদের আকিদা সুরক্ষায় বাংলাদেশেও একই ঘোষণা দেওয়া এখন সময়ের দাবি।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক মহাসম্মেলনে তিনি এই বক্তব্য দেন।
তিনি জানান, ইসলামের ১৩ দফা দাবির একটি গুরুত্বপূর্ণ দফা হলো কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা। দীর্ঘদিন ধরে তারা এই দাবি জানিয়ে আসছেন।
বাবুনগরী আরও বলেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। খতমে নবুয়তের আকিদায় কোনো ছাড় দেওয়া যাবে না। তিনি সরকারের প্রতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান এবং এটিকে ইসলামি জনমতের প্রতিফলন বলে দাবি করেন।





























