
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া খাল খনন কর্মসূচিও পুনরায় শুরু করা হবে। মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, সংবিধান বা লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। রাষ্ট্র ও রাজনীতিতে ফ্যাসিবাদ রোধ করতে হলে জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করা অপরিহার্য। সরাসরি ভোট ও জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ও জনগণ শক্তিশালী হয়।
তিনি আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভেদ ঘোচানো জরুরি। একাত্তরে স্বাধীনতা অর্জনের যুদ্ধ এবং চব্বিশে স্বাধীনতা রক্ষার যুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্টদের পদত্যাগ ও পলায়ন ঘটেছে। অথচ এখন ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তি অহেতুক বিতর্কে লিপ্ত হয়, যা শহীদদের আত্মত্যাগের অবমাননা।
কথার রাজনীতি বাদ দিয়ে কাজের রাজনীতিতে মনযোগী হওয়ার প্রতি জোর দিয়ে তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিশোধ বা কথার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির গুণগত পরিবর্তন ঘটাতে হবে।
বিএনপির আগামী দিনের রাজনীতি হবে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি, যা দেশের ভেতরে এবং বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করবে।




























