
আওয়ার টাইমস নিউজ
নিউজ ডেস্ক: ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরলোকগমনের খবরে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় মরহুমার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি যেন সর্বশক্তিমান আল্লাহ তায়ালা তাঁর পরিবারকে দান করেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে এবং ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় ২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের স্মৃতিও উল্লেখ করা হয়। এতে আশা প্রকাশ করা হয়, বেগম খালেদা জিয়ার ভাবনা ও রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতেও পারস্পরিক অংশীদারিত্ব ও সম্পর্ককে পথনির্দেশ করবে।
শেষে মরহুমার আত্মার শান্তি কামনা করা হয়।



























