
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান ও স্থল হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৭০০টি পরিবারের কেউ বেঁচে নেই। দুই বছরের চলমান সংঘর্ষে অঞ্চলটির প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।
সরকারি গাজার মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ছয় হাজার ৮০০ কোটি ডলারের বেশি। ধ্বংস হয়েছে ৩৮টি হাসপাতাল, ৮৩৩টি মসজিদ এবং একশ’াধিক স্কুল।
এছাড়া, শনিবার (৬ সেপ্টেম্বর) একদিনে ইসরায়েলি হামলায় আরও ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৪৫ জন গাজা শহরে নিহত। শহরটি দখল করতে এবং বাসিন্দাদের দক্ষিণ দিকে সরানোর জন্য ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে কমপক্ষে ৬৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও ১ লাখ ৬২ হাজারের বেশি আহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ হাজারের বেশি শিশু।




























