
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা অঞ্চলে ইসরায়েলের আগ্রাসন ক্রমেই তীব্র হচ্ছে। ২৩ মাস ধরে চলা অবরোধ ও হামলায় প্রতিদিনই সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও বেপরোয়াভাবে হামলা চালাচ্ছেন।
গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকায়, এমনকি জাতিসংঘ পরিচালিত আশ্রয়কেন্দ্রগুলোতেও হামলা চালানো হয়েছে। এসব হামলায় অন্তত ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৪৯ জনই গাজা সিটিতে প্রাণ হারিয়েছেন। হামলার কারণে কয়েক হাজার মানুষ বাধ্য হয়ে তাদের বাড়ি ছেড়ে পালাতে হয়েছে।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, দখলদার বাহিনীর অব্যাহত হামলা ও বোমাবর্ষণের মধ্যে সাধারণ মানুষ এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, প্রতি ১০–১৫ মিনিটে আবাসিক ভবন ও জনসাধারণের স্থাপনাগুলিতে বোমা ফেলা হচ্ছে। নিরাপদে সরে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে না।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, অপুষ্টিজনিত কারণে আরও সাতজন মারা গেছেন, যাদের মধ্যে শিশুও রয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট প্রাণহানি ৬৪ হাজার ছাড়িয়ে গেছে, আহত হয়েছেন আরও ১ লাখ ৬৩ হাজার মানুষ।
সূত্র: আল জাজিরা




























