
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজার উত্তরের ভূমিতে ফেরার জন্য শুক্রবার সকালে দশ হাজারেরও বেশি ফিলিস্তিনি যাত্রা শুরু করেছেন। তারা শুক্রবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সুযোগ নিয়ে নিরাপদভাবে নিজেদের এলাকায় ফিরছেন।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় সম্মত অবস্থানগুলোতে থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে। এর আগে ইসরাইল সরকার গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন করেছে। চুক্তির মধ্যে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং যুদ্ধবিরতি বজায় রাখার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
এমন পরিস্থিতিতে গাজায় শান্তি ও স্বস্তি ফিরে এসেছে। ইসরাইলে জিম্মিদের পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার প্রদত্ত ২০ ধাপের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে হামাস ও ইসরাইল রাজি হয়েছে।
এই যুদ্ধবিরতির ফলে ফিলিস্তিনি সাধারণ জনগণ নিরাপদে নিজেদের গৃহে ফিরতে পারছে এবং দীর্ঘ সময়ের উত্তেজনা ও ভীতি শেষে স্বস্তি অনুভব করছে।





























