
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে টানা রাতভর বৃষ্টিতে ভেঙে পড়েছে একটি সড়ক ব্রিজ, ফলে ওই রাস্তায় যান চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর ব্যস্ততম অক্সিজেন ২ নম্বর গেট এলাকার একটি পুরনো ব্রিজ হঠাৎ ধসে পড়ে। এতে সড়কের এক পাশ পুরোপুরি বন্ধ হয়ে যায়, আরেক পাশ দিয়ে সীমিত আকারে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
ভোরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ব্রিজ ভেঙে সড়কের মাঝখানে বড় গর্ত তৈরি হয়েছে। বিপজ্জনক পরিস্থিতির কারণে প্রশাসন লাল ফিতা দিয়ে জায়গাটি ঘিরে রেখেছে। নিরাপত্তার স্বার্থে পুলিশ ও উদ্ধারকারী দল সেখানে টহল দিচ্ছে।
ব্রিজ ভাঙার কারণে দুটি পাশেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গাড়ি, বাস ও সিএনজিগুলো ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। অনেক যাত্রী রাস্তার মাঝেই দাঁড়িয়ে থাকেন গাড়ির অপেক্ষায়। যাত্রীদের মধ্যে অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা পড়েছেন চরম দুর্ভোগে।
অন্যদিকে, লাগাতার বৃষ্টিতে নগরের বিভিন্ন নিচু এলাকাতেও জমেছে পানি। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে সকাল বেলায় বৃষ্টির পানি আর যানজটে একাকার হয়ে যায় রাস্তাঘাট। এতে মানুষের চলাফেরা আরও কঠিন হয়ে পড়ে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তাই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, দ্রুত ব্রিজ মেরামতের কাজ শুরু করা হবে, তবে আবহাওয়া অনুকূলে না থাকলে সময় লাগতে পারে কিছুটা।




























