
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলে সমুদ্রের তলদেশে এশিয়ার বৃহত্তম সোনার খনির সন্ধান পাওয়া গেছে। শানডং প্রদেশের ইয়ানতাই জেলার লাইঝৌ উপকূলসংলগ্ন সাগর এলাকায় এই বিশাল স্বর্ণভাণ্ডারের অস্তিত্ব শনাক্ত হয়েছে বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
চীনা গণমাধ্যমের তথ্যে জানা যায়, নতুন এই খনি আবিষ্কারের ফলে লাইঝৌ অঞ্চলে যাচাইকৃত সোনার মজুদ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৯০০ টনের বেশি, যা চীনের মোট সোনার মজুদের প্রায় এক-চতুর্থাংশেরও বেশি। প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় একক সোনার মজুদ হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে চলতি বছরের নভেম্বর মাসে চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কুনলুন পর্বতমালার কাছাকাছি এলাকায় আরও একটি বড় সোনার ভাণ্ডারের সন্ধান পাওয়ার কথা জানিয়েছিল দেশটির কর্তৃপক্ষ। সেখানে আনুমানিক এক হাজার টনের বেশি সোনার মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চীনের শানডং প্রদেশ দীর্ঘদিন ধরেই দেশটির স্বর্ণসম্পদের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জিয়াওডং উপদ্বীপ এলাকাতেই রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সোনার খনি অঞ্চল, যেখানে কয়েক হাজার টন সোনার মজুদ শনাক্ত হয়েছে।
চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের তথ্যে জানা যায়, সম্প্রতি লিয়াওনিং প্রদেশেও দেশের প্রথম অতি-বৃহৎ নিম্নমানের সোনার ভাণ্ডারের ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে উল্লেখযোগ্য পরিমাণ নিশ্চিত মজুদ রয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় সোনার আকরিক উৎপাদক দেশ হিসেবে পরিচিত চীন গত বছর কয়েক শত টন স্বর্ণ উৎপাদন করেছে। তবে উৎপাদনে শীর্ষে থাকলেও মোট প্রমাণিত সোনার মজুদের দিক থেকে এখনো দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও রাশিয়ার মতো দেশের চেয়ে পিছিয়ে রয়েছে দেশটি।




























