
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণের দাবিতে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্ত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, প্রতিষ্ঠার দুই দশক পার হলেও বিশ্ববিদ্যালয়ে এখনও কোনো স্থায়ী মন্দির নেই। ফলে প্রতি বছর ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য তাদের বাইরে যেতে হয়, যা অনেক সময় ঝুঁকিপূর্ণ ও কষ্টকর হয়ে দাঁড়ায়।
শিক্ষার্থী অতশি হালদার বলেন, বিশ্ববিদ্যালয়ে মসজিদ রয়েছে, কিন্তু আমাদের ধর্মীয় চর্চার জন্য কোনো নির্দিষ্ট স্থান নেই। বহুবার দাবি জানালেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।
আরেক শিক্ষার্থী অনিক দাস বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের প্রতি বৈষম্য করছে। মুসলিম শিক্ষার্থীদের জন্য মসজিদ থাকলেও সনাতন ধর্মাবলম্বীদের জন্য কোনো মন্দির নেই। আমরা যদি সমান সুযোগ না পাই, তাহলে কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো।
শিক্ষার্থী উপমা মণ্ডল জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের শিক্ষার্থী পড়লেও ধর্মীয় চর্চার সুযোগ সবার জন্য সমান নয়। আমরা প্রশাসনের কাছে বহুবার আবেদন করেছি, কিন্তু কোনো ইতিবাচক সাড়া পাইনি।
এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, শিক্ষার্থীরা একটি স্মারকলিপি জমা দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে, তবে এখনই কিছু নিশ্চিত বলা যাচ্ছে না।
এর আগে, কালীপূজা উদযাপনের অনুমতি চাইলে প্রশাসন নিরাপত্তার অজুহাতে অনুমতি না দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
































