
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: জুলাই সনদ ও জাতীয় সংসদ নির্বাচনের পুনর্বিন্যাসসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের নেতৃত্বে চারটি রাজনৈতিক দল দেশের বিভিন্ন অঞ্চলে ১২ দিনের গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। অন্য তিনটি দল হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
কর্মসূচি অনুযায়ী, ১ থেকে ৯ অক্টোবর দলগুলো বিভিন্ন স্থানে গণসংযোগ করে পাঁচ দফা দাবির পক্ষে জনমত গঠন করবে। ১০ অক্টোবর ঢাকা ও বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে। এছাড়াও দলগুলো মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক ও সেমিনারের আয়োজন করবে।
সংবাদ সম্মেলনে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা দেশের জন্য অত্যন্ত জরুরি। জনগণের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করা হলে তা দেশের সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা ক্ষুণ্ন করবে।”
জামায়াত ও অন্যান্য তিন দল ইতোমধ্যেই গত মাসে পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি পালন করেছে। এই নতুন ১২ দিনের কর্মসূচির মাধ্যমে তারা আরও ব্যাপক গণসংযোগ ও সচেতনতা তৈরি করতে চায়।





























