
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশনা উপেক্ষা করে ইসরাইল নতুন করে হামলা চালিয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই হামলায় অন্তত ৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর মধ্যে গাজা সিটির তুফ্ফাহ এলাকার একটি বাড়িতে হামলা চালিয়ে একসঙ্গে ১৭ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে, যেখানে সবচেয়ে কম বয়সি শিশু মাত্র ৮ মাসের। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ওই বাড়িতে হামলার সময় তিনজন ত্রাণ প্রত্যাশীও মারা গিয়েছেন।
হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানানোর পর ট্রাম্প শুক্রবার রাতে ইসরাইলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তবে ইসরাইল তার এ নির্দেশকে উপেক্ষা করে নতুন হামলা চালায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭,০৭৪ জনে। ধ্বংসস্তূপে পরিণত উপত্যকায় দুর্ভিক্ষ ও পুষ্টিহীনতা চরম আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মোট অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৪৫৯ জন, যার মধ্যে ১৫৪ শিশু।
ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) এই হামলা বা অভিযানের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
সূত্রঃ আল-জাজিরা



























