
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পোশাক ও বস্ত্র শিল্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৫০ শতাংশ শুল্কের কারণে বড় ধাক্কা খেয়েছে। যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্কের ফলে দেশের কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং শ্রমিকদের বেতন প্রদানের বিষয়েও ব্যবসায়ীরা উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে ভারত সরকার ও বাণিজ্যিক সংগঠনগুলো নতুন বাজারের সন্ধান শুরু করেছে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা ৪০টি দেশের সঙ্গে যোগাযোগ করছে যাতে ভারতীয় পোশাক ও বস্ত্র রপ্তানি বাড়ানো যায়। এই দেশগুলোর মধ্যে ইউরোপের জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস, এশিয়ার জাপান ও দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক, আমিরাত, ক্যানাডা, মেক্সিকো সহ রাশিয়া ও চীনও রয়েছে। এই দেশগুলোর সম্মিলিত বাজার প্রায় ৫৯০ বিলিয়ন মার্কিন ডলার।
বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগে কিছুটা সহায়তা মিললেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ক্ষতি পুরোপুরি পূরণ হবে না। তারা বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারকে সক্রিয় করতে হবে এবং রপ্তানিতে ইনসেনটিভের ব্যবস্থা প্রয়োজন। পাশাপাশি তুলার দাম ও উৎপাদন খরচের ভারসাম্য রক্ষা করাও গুরুত্বপূর্ণ।
ভারতীয় দূতাবাস এবং শিল্প সংগঠনগুলো এই ৪০ দেশের বাজারে পোশাকের মান, টেকসই গুণ এবং উদ্ভাবনী ডিজাইন তুলে ধরার মাধ্যমে রপ্তানি বৃদ্ধি করতে চেষ্টা করছে। এর ফলে শুধু রপ্তানি নয়, দেশের শ্রমিক ও কারখানার স্থিতিশীলতাও বজায় রাখা যাবে।




























