
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ এবং অনির্দিষ্ট জরিমানার হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের এই ঘোষণার পরপরই প্রকাশ্যে ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া।
মঙ্গলবার (৫ আগস্ট) রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, অনেক সময় আমরা এমন বক্তব্য শুনি যা হুমকিস্বরূপ, এর মাধ্যমে দেশগুলোকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করার চেষ্টা করা হয়। এই ধরনের চাপ আমরা অবৈধ বলে মনে করি। সার্বভৌম দেশগুলোর অধিকার আছে নিজেদের অর্থনৈতিক স্বার্থ অনুযায়ী বাণিজ্যিক অংশীদার নির্বাচন করার।
এদিকে, হুমকির মাত্রা আরও বাড়িয়ে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আসছে শুক্রবার থেকেই রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একইসঙ্গে, যারা রাশিয়া থেকে জ্বালানি কিনবে, তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেননি।
ট্রাম্পের হুমকিকে ‘অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটি তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অটল। ভারতের দুটি সরকারি সূত্র জানিয়েছে, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আজ (বৃহস্পতিবার) ৭ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে।
বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে এই নতুন বাণিজ্য টানাপোড়েন বৈশ্বিক বাজারে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম




























