
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রভাব এবার সোনার বাজারেও পড়েছে। বিশেষ করে ১ কেজি ওজনের সোনার বার আমদানিতে যুক্তরাষ্ট্র ৩৯ শতাংশ শুল্ক আরোপ করায় বিশ্ববাজারে স্বর্ণের দাম এক লাফে বেড়ে গেছে। মাত্র ২৪ ঘণ্টায় প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৩৭২ ডলার থেকে বেড়ে ৩ হাজার ৪০০ ডলারেরও বেশি হয়েছে।
বিশ্বের প্রায় ৭০ শতাংশ অপরিশোধিত সোনা প্রক্রিয়াজাত হয় সুইজারল্যান্ডে। ভ্যালকাম্বি, প্যাম্প, মেটালের মতো শীর্ষ রিফাইনারিগুলো সোনা সরবরাহ করে আন্তর্জাতিক বাজারে। যুক্তরাষ্ট্রে গত এক বছরে সুইস সোনা রপ্তানির পরিমাণ ছিল ৬১.৫ বিলিয়ন ডলার, যার বড় অংশই এখন নতুন শুল্কের আওতায় পড়েছে।
বাজার বিশ্লেষকরা জানাচ্ছেন, সংযুক্ত আরব আমিরাতে এই শুল্কের তেমন প্রভাব পড়বে না, কারণ এখানকার ব্যবসায়ীরা এখনও সুইজারল্যান্ড থেকে শুল্কমুক্ত সোনা আমদানি করতে পারছেন। তবে নিউইয়র্কের ব্যবসায়ীরা আগেভাগেই বেশি পরিমাণে সোনা অর্ডার দিচ্ছেন, যা বাজারে চাহিদা বাড়িয়ে দিয়েছে এবং দামকে আরও ঊর্ধ্বমুখী করছে।
দুবাই বাজারেও সোনার দর বেড়েছে। ৭ আগস্ট ২২ ক্যারেট সোনার দাম উঠেছে প্রতি গ্রামে ৩৭৮.৭৫ দিরহাম, যা গত ২১ জুলাইয়ের পর সর্বোচ্চ। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, দাম শিগগিরই ৩৮০ দিরহাম ছাড়াতে পারে। তাদের মতে, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্রুত একটি বাণিজ্য চুক্তি না হলে দাম আরও স্থায়ীভাবে বাড়তে পারে।
বাংলাদেশের বাজারে অবশ্য স্বর্ণের দাম কিছুটা কমেছে। বাজুস জানিয়েছে, ৬ আগস্ট সর্বশেষ সমন্বয়ের পর ২২ ক্যারেট সোনার ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায়। ২১ ক্যারেট ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায়।
সূত্র: গালফ নিউজ




























