
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর আমি নিজেই বুঝি না। এখন এসব অজুহাতে নির্বাচনের পরিবেশ নষ্ট করা উচিত নয়। দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না।
বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না, এমন দাবির মাধ্যমে নির্বাচন পণ্ড করতে চাওয়া হচ্ছে। পিআর নিয়ে বিতর্ক সংসদে গিয়ে হবে, নির্বাচনের মাঠে নয়। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে সেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হবে, আর বাকি বিষয়গুলো নিয়ে গণভোট হবে।
তিনি আরও বলেন, আমরা আর হিংসার রাজনীতি চাই না। হিন্দু-মুসলমান, সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে থাকতে চাই। বিএনপি নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে, প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। কৃষকরাই হবে আমাদের মূল ভিত্তি।
নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বিভাজন সৃষ্টি নয়, ঐক্যই এখন সময়ের দাবি। জনগণ যাকে বেছে নেবে, তাকেই নির্বাচিত হতে দিতে হবে। দেশটাকে ভাগাভাগি করে ধ্বংসের পথে ঠেলে দেবেন না। আমরা গণতান্ত্রিক, সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ দেখতে চাই।
সভায় বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























