
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ইসলামের নামে বা মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভক্ত করার কোনো সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, জাতীয় রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি চালানো হচ্ছে, যা দেশের জন্য বিপজ্জনক।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আগ্রাসনবিরোধী যাত্রা শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে রাজনীতিতে মুজিববাদকে সামনে এনে জাতিকে বিভক্ত করে রেখেছে। তার ভাষায়, মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাষ্ট্রীয় ভিত্তির অংশ হলেও সেটিকে দলীয় বয়ানে সীমাবদ্ধ করা হয়েছে। তিনি দাবি করেন, পার্শ্ববর্তী একটি দেশ বারবার বাংলাদেশকে নির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে আলাদা করে একটি নতুন রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধকে ঘিরে জাতীয় ঐকমত্য তৈরি হয়নি। দেশে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন। তার মতে, গণতান্ত্রিক উত্তরণের একমাত্র পথ হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।
সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলার পর বিষয়টি আর হালকাভাবে দেখার সুযোগ নেই। তিনি বলেন, জনগণই এখন সবচেয়ে বড় নিরাপত্তা শক্তি। পুলিশ ব্যর্থ হলে নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।




























