
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনায় ভারতের কোনো ভূমিকা নেই বলে স্পষ্ট জানিয়েছেন আফগান তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মৌলভী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ।
সোমবার আফগান গণমাধ্যম টোলো নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আফগানিস্তান ও পাকিস্তান প্রতিবেশী দেশ। তাদের মধ্যে বিরোধ বা সংঘাত কোনো পক্ষেরই জন্য লাভজনক নয়। বরং সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা ও সুপ্রতিবেশী নীতির ভিত্তিতে।
ভারতের সম্পৃক্ততা নিয়ে উঠা প্রশ্নের জবাবে তিনি তা সরাসরি অস্বীকার করেন। তাঁর ভাষায়, এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আফগানিস্তানের নীতি স্পষ্ট, আমাদের ভূমি কোনো বিদেশি দেশের বিরুদ্ধে ব্যবহৃত হবে না।
মৌলভী ইয়াকুব আরও বলেন, আফগানিস্তান কারও সঙ্গে বৈরিতা চায় না। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী। উত্তেজনা নয়, বরং সম্পর্ক জোরদার করাই আমাদের লক্ষ্য।
তিনি জোর দিয়ে বলেন, যদি কোনো দেশ আফগানিস্তান আক্রমণ করে, আমরা সাহসের সঙ্গে নিজেদের ভূমি রক্ষা করব। আফগানরা শতাব্দীর পর শতাব্দী ধরে মাতৃভূমির জন্য লড়াই করে এসেছে।
এ সময় তিনি পাকিস্তান সরকারের সমালোচনা করে বলেন, পাকিস্তান তাদের রাজনৈতিক প্রতিপক্ষদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করে, অথচ ‘সন্ত্রাসী’ শব্দটির কখনোই সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি।
আফগান প্রতিরক্ষামন্ত্রী শেষে পুনর্ব্যক্ত করেন, আফগানিস্তান কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানেই বিশ্বাসী।






























