
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি নিয়ে এখন অযথা বিতর্ক সৃষ্টির প্রয়োজন নেই। বিষয়টি পরবর্তী জাতীয় সংসদের ওপর ছেড়ে দিতে হবে, কারণ গণতন্ত্রের স্বার্থে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের প্রতিনিধিরাই নেবেন।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। জনগণই এবার প্রমাণ করবে বাংলাদেশ একটি সত্যিকারের অসাম্প্রদায়িক রাষ্ট্র। তবে কিছু মহল এখনো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়।”
তিনি আরও বলেন, “হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলনের চেষ্টা কতটা যৌক্তিক, তা পরিষ্কার নয়। এ ধরনের পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত সংসদের মাধ্যমে। তাই বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়াই যুক্তিযুক্ত।”
বিএনপি মহাসচিব এ সময় সংসদীয় কাঠামো সংস্কার প্রসঙ্গে বলেন, “বিএনপি দীর্ঘদিন ধরেই উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়ে আসছে। এটি একটি নতুন অভিজ্ঞতা হবে, যা সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।”





























