
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রে জাঁকজমকপূর্ণভাবে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কার বিমানঘাঁটিতে নামার পর তাকে লাল গালিচা দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এ সময় মার্কিন সেনাদের হাঁটু গেড়ে লাল গালিচা ঠিক করার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
এটি ছিল ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর পুতিনের প্রথম কোনো পশ্চিমা দেশ সফর। ট্রাম্প নিজেকে ‘সেরা চুক্তিকারী’ হিসেবে পরিচয় দিতে পছন্দ করলেও, এ সফরে ইউক্রেন ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি।
পুতিনকে স্বাগত জানাতে টারমাকে অপেক্ষা করেন ট্রাম্প। পুতিন এগিয়ে আসতেই তাকে করতালি দিয়ে অভ্যর্থনা জানান, করমর্দন করেন এবং হাসিমুখে কুশল বিনিময় করেন। দীর্ঘ সাত বছর পর দুই শীর্ষ নেতা সরাসরি সাক্ষাতে বসেন, যেখানে বন্ধুত্বপূর্ণ পরিবেশ স্পষ্ট ছিল।
তবে সেনাদের হাঁটু গেড়ে বসার ছবিটি বিতর্কের জন্ম দিয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তা মুস্তাফা নাঈম ছবিটি শেয়ার করে লিখেছেন, “মেক নিলিং গ্রেট এগেইন।”
যদিও আলোচনায় যুদ্ধবিরতির কোনো ঘোষণা আসেনি, তবে দুই নেতার পুরনো সম্পর্ক পুনরুজ্জীবনের বার্তাই স্পষ্ট হয়েছে।




























