
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ড শিগগিরই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স জানিয়েছেন, এটি ‘হবে কি হবে না’ এমন প্রশ্ন নয়, বরং কেবল ‘কবে হবে’ সেই সময় নির্ধারণের বিষয়।
সোমবার (১১ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের নেতৃত্বাধীন মন্ত্রিসভা সেপ্টেম্বরে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা করবে। সিদ্ধান্ত হলে তা উপস্থাপন করা হবে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময়, যেখানে বিশ্বনেতারা অংশ নেবেন ‘লিডার্স উইক’ অনুষ্ঠানে।
পিটার্স বলেন, আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি রয়েছে। আমরা সতর্কতার সঙ্গে যাচাই করছি, ফিলিস্তিন কি রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য প্রয়োজনীয় বৈধতা অর্জন করেছে কিনা। সিদ্ধান্তটি আমাদের জাতীয় স্বার্থ, নীতি ও মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
এর আগে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং কানাডা সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। ধারণা করা হচ্ছে, সেই তালিকায় নিউজিল্যান্ডও যুক্ত হতে পারে।
সূত্র: Reuters




























