
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে মুসলিম বিশ্বের প্রভাবশালী ছয় আলেম আসছেন আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে অংশ নিতে। এই সম্মেলন আগামী ১৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমি কালবেলাকে জানান, ছয়জন আলেমকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন কমিটির আমির মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরি। এই আলেমরা সম্মেলনে অংশ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে খতমে নবুওয়তের গুরুত্ব তুলে ধরবেন।
আগত আলেমরা হলেন:
জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান
ভারতের প্রভাবশালী ধর্মীয় নেতা ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি
দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মাওলানা আবুল কাসেম নোমানি (ভারত)
মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি (ভারত)
মক্কা শরিফের মাওলানা ওমর হাফিজ মক্কি
মাওলানা আবদুর রউফ মক্কি
উবাইদুল্লাহ কাসেমি জানান, ইতোমধ্যে মধুপুরি পীর সাহেব পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া অন্যান্য আলেমদেরকেও আনুষ্ঠানিকভাবে দাওয়াত প্রদান করা হয়েছে এবং সবাই তা গ্রহণ করেছেন।
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর মিডিয়া সমন্বয়ক মুফতি ইমরানুল বারী সিরাজী জানান, সম্মেলনের প্রস্তুতি তৎপরতার সঙ্গে চলছে। দেশের সকল ঈমানদার মুসলিমদের এই সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে মুহাম্মদ (সা.)-কে শেষ নবী হিসেবে গ্রহণের পবিত্র আকিদা সংরক্ষিত হয়।
খতমে নবুওয়ত শব্দটি আরবি: খতম অর্থ ‘শেষ’ বা ‘সমাপ্তি’, নবুওয়ত অর্থ ‘নবীর পদ’। ইসলামিক পরিভাষায় মুহাম্মদ (সা.)-কে শেষ নবী হিসেবে স্বীকার করা হয়, এটিই খতমে নবুওয়ত।





























