
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি কখনো হানাহানি ও বিবাদে বিশ্বাস করে না। তিনি বলেন, ইসলামকে রাজনৈতিকভাবে ব্যবহার করা বিএনপির নীতি নয়; বরং দলটি ইসলামকে সম্মান করে এবং এর হেফাজতে বিশ্বাসী।
শনিবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের গড়াশিন এলাকায় আয়োজিত একটি ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর ঘোষণা দিয়েছেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণ করেই সুযোগ পেলে রাষ্ট্র পরিচালনা করবেন। তিনি শান্তি প্রতিষ্ঠা ও সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করেছেন। একই ধারাবাহিকতায় তারেক রহমানও ভবিষ্যতে সবাইকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনার ঘোষণা দিয়েছেন।
টাঙ্গাইল-৫ আসনের এই মনোনীত প্রার্থী বলেন, তিনি নিজে কখনো অন্যায় করবেন না এবং অন্যায়কে প্রশ্রয়ও দেবেন না। জনগণ সুযোগ দিলে টাঙ্গাইলকে সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, কলেজ শাখার সাবেক ছাত্রদল সভাপতি জাদিদুল হক জাদিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




























