
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: মহান বিজয়ের মাস ডিসেম্বরকে স্বাগত জানাতে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা–১৩ আসনের উদ্যোগে এক ব্যতিক্রমী ‘বিজয় রিকশা র্যালি’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টায় শেরেবাংলা নগর আদর্শ স্কুল থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিটি নেতৃত্ব দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন। শেরেবাংলা নগর থেকে র্যালি ঘুরে যায় আদাবর, মোহাম্মদপুর, বছিলা, লালমাটিয়া ও রায়েরবাজার–সহ ঢাকা–১৩ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়।
এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব সরদার আমিরুল ইসলাম, এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। প্রায় শতাধিক রঙিন রিকশায় ব্যানার–ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ঢাকা–১৩ আসনে এনসিপির সম্ভাব্য এমপি প্রার্থী আকরাম হোসাইন বলেন,
“বিজয়ের মাস আমাদের অনুপ্রেরণার উৎস। এই রিকশা র্যালি বিজয়ের আনন্দ এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রতীক। দেশের গণতন্ত্র রক্ষায় সব শ্রেণী–পেশার মানুষের একত্র হওয়া এখন সময়ের দাবি।”
আয়োজনে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল নেতাকর্মী এবং এলাকার সাধারণ নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা।



























