
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী মারা গিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন গত মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান বাংলাদেশের প্রতিভাবান এই হাফেজে কুরন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনবার বিজয়ী হন।
হাফেজ ত্বকী সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। হাসপাতালে ভর্তি করা হয়, পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
তিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিলেন। বিশেষ করে ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রায় ৬২টি দেশের প্রতিযোগীদের পেছনে রেখে র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তী সময়ে কুয়েত ও বাহরাইনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় একই রূপে বিজয়ী হিসেবে দেশের গৌরব বৃদ্ধি করেন।
বিজ্ঞপ্তিতে হিফজ সম্পন্ন করানো মাদ্রাসার অধ্যক্ষ এবং তার পরিবার সূত্রে জানা যায়, হাফেজ ত্বকীর বাড়ি কুমিল্লার মুরাদনগরের ডালপা গ্রামে। তার পিতা মাওলানা বদিউল আলম একজন মাদ্রাসা শিক্ষক। তাঁর অকাল প্রয়াণে ধর্মীয় ও সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমেছে।
ধর্মীয় ও শাসনসংক্রান্ত বিভিন্ন সংগঠন শোকবার্তা প্রদান করেছে। কওমি পরিষদ বাংলাদেশ বলেছে, “তিনি ছিলেন বাংলাদেশের গর্ব, মুসলিম বিশ্ব একটি উজ্জ্বল নক্ষত্র হারিয়েছে।”
হাফেজ ত্বকীর জীবনের এই সংক্ষিপ্ত রূপচিত্র তার প্রতিভা, অধ্যবসায় এবং দেশপ্রেমকে বিশ্লেষণে তুলে ধরে যে, এমন দুর্লভ প্রতিভা এত কম বয়সে শেষ হয়ে গেল-তা বড় ধরণের ক্ষতি।
আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণ করার তাওফিক দই।


























