
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির ন্যাশনাল জুলজিক্যাল পার্কে কয়েক বছর আগে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। মদ্যপ অবস্থায় রেহান খান নামের এক যুবক হঠাৎ সিংহের খাঁচায় লাফিয়ে পড়েন। চিড়িয়াখানার দর্শনার্থী ও কর্মীরা ঘটনাটি দেখে হতবাক হয়ে যান।
২০১৯ সালের ১৭ অক্টোবরের ওই ঘটনার ভিডিও প্রকাশ করে সংবাদ সংস্থা এএনআই। ভিডিওতে দেখা যায়, খাঁচার ভেতরে প্রবেশ করে যুবকটি সিংহটির সঙ্গে খেলাধুলা করার চেষ্টা করছে, যেন সেটি কোনো পোষা প্রাণী। বিস্ময়করভাবে সিংহটি তখন তাকে আক্রমণ করেনি।
চিড়িয়াখানার কর্মকর্তারা জানান, রেহান খান আসলে মদ্যপ ছিলেন। খাঁচায় ঢোকার পর তিনি বারবার বলতে থাকেন, আমি মরতে এসেছি, আমাকে বাঁচানোর চেষ্টা কোরো না। প্রহরীরা তাকে থামানোর চেষ্টা করলেও তিনি কোনো কথা শোনেননি। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ সিংহটিকে অচেতন করে নিরাপদে যুবকটিকে উদ্ধার করে।
উদ্ধারের পর তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। দিল্লি চিড়িয়াখানার জনসংযোগ কর্মকর্তা রিয়াজ আহমেদ খান জানান, খাঁচায় ঢোকার পর পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলেও ভাগ্যক্রমে কোনো প্রাণহানি ঘটেনি। এ ঘটনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে।
অসতর্কতা ও মদ্যপ অবস্থার কারণে ঘটে যাওয়া এই ঘটনা সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।




























