
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ীতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে একটি আবাসিক ভবনের ৭ম তলায় হঠাৎ এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কর্মরত। পরিবারটি মূলত মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা।
পরিবারের একজন স্বজন জানান, রাতের দিকে ঘুমানোর সময় হঠাৎ এসি থেকে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং চারজনই দগ্ধ হন। আশেপাশের ভাড়াটিয়ারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং রাতেই চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের অবস্থা গুরুতর। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি মনিটর করা হচ্ছে।




























