
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ গাজার দুর্ভিক্ষের জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করেছে। কেবল যুক্তরাষ্ট্রই তেল আবিবের পক্ষে অবস্থান নিয়েছে।
বৈঠকে আলজেরিয়ার প্রতিনিধি গাজার শিশুদের অপুষ্টির ছবি প্রদর্শন করেন এবং ইসরাইলি আগ্রাসনে নিহত সাংবাদিকের চিঠি পাঠ করেন। ইসরাইলি প্রতিনিধি এই তথ্য মিথ্যা দাবি করলে পাল্টা যুক্তি তোলেন আলজেরিয়ার প্রতিনিধি। তারা জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদন ও আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা সংস্থার রিপোর্ট উল্লেখ করে বলেছেন, গাজার দুর্ভিক্ষ মানবসৃষ্ট এবং শিশুদের মৃত্যু অপুষ্টির কারণে হয়েছে।
ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীনসহ ১৪ দেশ যৌথ বিবৃতিতে জানিয়েছেন, গাজার দুর্ভিক্ষ সম্পূর্ণ মানবসৃষ্ট এবং এর জন্য ইসরাইল দায়ী। ব্রিটিশ প্রতিনিধি বলেন, সীমান্তে খাবারের ট্রাক থাকার পরও শিশুরা অপুষ্টিতে মারা যাচ্ছে, যা মানবিক বিপর্যয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্র স্বীকার করেছে, গাজায় ক্ষুধা বাস্তব সমস্যা। তবে আইপিসির সাম্প্রতিক প্রতিবেদনের যথার্থতা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছে। মার্কিন প্রতিনিধি জানিয়েছেন, মানবিক সহায়তা প্রদান অবশ্যই প্রাধান্য, কিন্তু রিপোর্টে কিছু তথ্য সঠিক নয়।
সারসংক্ষেপে, যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব দেশ গাজার দুর্ভিক্ষের জন্য ইসরাইলকেই দায়ী করেছে এবং মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক চাপ বাড়াচ্ছে।




























