
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রংপুরে সৌদি রিয়ালের প্রলোভন দেখিয়ে এক প্রবাসীর কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। ব্যাগ খুলে তিনি দেখতে পান রিয়ালের বদলে কাগজে মোড়ানো একটি সাবান। এ ঘটনায় মূলহোতা নায়েক শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ওমানপ্রবাসী জহিরুল ইসলাম ছুটিতে দেশে এসে প্রতারণার শিকার হন। গত ৬ সেপ্টেম্বর রংপুর সুপার মার্কেট এলাকায় নায়েক শেখ প্রথমে তাকে সামান্য রিয়াল ভাঙাতে বলেন। এসময় তাদের মধ্যে পরিচয় গড়ে ওঠে। পরে প্রতারক জানায়, তার কাছে আরও ১০ লাখ সৌদি রিয়াল রয়েছে, যা ভাঙালে বিপুল লাভ হবে।
প্রলোভনে পড়ে জহিরুল বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে পাঁচ লাখ টাকা নগদে দেন। প্রতারক চক্র তখন তাকে একটি ব্যাগ হাতে দিয়ে দ্রুত সরে যায়। ব্যাগ খুলে দেখা যায়, ভেতরে রিয়ালের বদলে রাখা হয়েছে শুধু কাগজে মোড়ানো সাবান।
পরদিন জহিরুল থানায় অভিযোগ করলে কোতোয়ালি থানা পুলিশ বুধবার রাতে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে নায়েক শেখকে গ্রেপ্তার করে। পুলিশ বলছে, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।




























