
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা আজ শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় শুরু হবে এই জানাজা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। জানানো হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে জানাজা উপলক্ষে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
প্রেস উইংয়ের পক্ষ থেকে বলা হয়, জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ, ভারী বস্তু বা সন্দেহজনক সামগ্রী সঙ্গে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে জানাজার সময় সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এর আগে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট ঢাকায় পৌঁছায়। বিমানবন্দর থেকে মরদেহ হিমাগারে সংরক্ষণ করা হয়।
ইনকিলাব মঞ্চ সূত্রে জানানো হয়েছে, জানাজা শেষে শহীদ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।
শহীদ ওসমান হাদির জানাজাকে ঘিরে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন মহল তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।



























