
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগামী তিন দিনের জন্য সব নন-শিডিউল ফ্লাইটের খরচ মওকুফ করার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেট এলাকায় সাংবাদিকদের তিনি জানান, শনিবার বিকেল সোয়া ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের প্রচেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
উপদেষ্টা বলেন, আমরা এখন ক্ষয়ক্ষতির মূল্যায়নের কাজ করছি। পণ্য ও আর্থিক ক্ষতির নির্দিষ্ট পরিমাণ নির্ধারণে খাতভিত্তিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। আজ বিকেল সাড়ে ৩টায় আন্তঃমন্ত্রণালয় সভায় পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
তিনি আরও জানান, আমাদের প্রতিশ্রুতি ছিল রাত ৯টার মধ্যে বিমান চলাচল পুনরায় চালু করা, আমরা তা করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় প্রায় ২১টি ফ্লাইট ডাইভার্ট বা বাতিল করতে হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে আগামী তিন দিন নন-শিডিউল ফ্লাইটের যাবতীয় ফি মওকুফ করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের খাবার ও অন্যান্য সেবার সম্পূর্ণ দায়িত্ব সরকার গ্রহণ করেছে।
বশিরউদ্দীন বলেন, আমাদের সব চেষ্টা সত্ত্বেও কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। কারণ একই সঙ্গে বহু জটিল ইস্যু সামলাতে হচ্ছে। তবুও যাত্রীরা যে কষ্ট পেয়েছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।





























