
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক উপদেষ্টা ও সাংবাদিক মাহমুদুর রহমান সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চাঞ্চল্যকর জবানবন্দী প্রদান করেছেন।
তিনি আদালতে অভিযোগ করে বলেন, শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করেছেন। তার মতে, সরকারের সময়ে বিচার বিভাগ নিরপেক্ষতা হারিয়েছে এবং প্রশাসন রাজনৈতিক প্রভাবের অধীনে চলে গেছে।
জবানবন্দীতে মাহমুদুর রহমান আরও উল্লেখ করেন, বিরোধী দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাভোগ করানো হয়েছে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশকে দুর্বল করেছে এবং সাধারণ নাগরিকের মৌলিক অধিকারকে ক্ষুণ্ন করেছে।
আদালত কক্ষে প্রদত্ত তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে, ব্যক্তি প্রতিহিংসা ও রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারের কারণে দেশে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়েছে। জবানবন্দী শোনার পর উপস্থিত ব্যক্তিদের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি হয়।
প্রসঙ্গত, এই মামলায় একাধিক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে, যার মধ্যে মাহমুদুর রহমানের জবানবন্দীকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।




























